Prothom Dekha Song Lyrics In Bengali | Prothom Dekha Song | Lyrics In Bengali
Prothom Dekha Song Lyrics In Bengali প্রথম দেখার সেই বিস্ময় এখনো চোখের পাতায়, প্রথম হাসির সেই আবেদন এখনো ঠোঁটের ভাষায়, প্রথম দেখার সেই বিস্ময়। চপলা হরিণীর চঞ্চলাতে হঠাৎ ভীষণ এক ব্যস্ততাতে, চপলা হরিণীর চঞ্চলাতে হঠাৎ ভীষণ এক ব্যস্ততাতে, প্রথম কথার সেই সংশয় এখনো যে সব ভাবনায়। প্রথম দেখার সেই বিস্ময়।। শিউলি কত, অবিরত বুকের গভীরে ফুটে, কার ইশারায়, এক লহমায় সবকিছু ভোরে ওঠে। খুব চেনা চেনা ওই তার সে ডাকে ডাকলো আবার কেন সে আমাকে, খুব চেনা চেনা ওই তার সে ডাকে ডাকলো আবার কেন সে আমাকে, প্রথম ছোঁয়ার সেই শিহরণ এখনো যে রক্তধারায়। প্রথম দেখার সেই বিস্ময় এখনও চোখের পাতায়, প্রথম হাসির সেই আবেদন এখনও ঠোঁটের ভাষায়, প্রথম দেখার সেই বিস্ময়।।